নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউনহলে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপি।
দোয়া-মোনাজাত শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচননে নির্বাচনী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর-৫ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
তিনি বলেন, খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন। এর আগে তিনি যতবার নির্বাচন করেছিলেন, কোন নির্বাচনে তিনি হারেননি। আজ খালেদা জিয়া সংকটাপন্ন। আমরা তার সুস্থতা কামনা করি। তিনি বলেন, বিগত নির্বাচনে বিএনপি যেখানে শক্তিশালী ছিল সেখানেই আওয়ামী লীগের অফিসে আগুন দিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দিয়েছে। দেশে গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করেছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি রেখেছে। খালেদা জিয়া দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করেছেন।
এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কমিটি গঠনের বিষয়ে আলোচনা করেন।
আয়োজিত দোয়া মোনাজাত ও নির্বাচনী প্রস্তুতি সভায় বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।