নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে কনসার্টে বাধায় গভীর রাতে ছাত্রদলের বিক্ষোভ-মিছিল।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলা কনসার্টের বাঁধা দেওয়ায় গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় প্রতিবাদকারী শিক্ষার্থীদের ‘দুষ্কৃতকারী’ ও ‘মবকারি’ আখ্যা দিয়ে স্লোগান দেওয়া হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টার পরেও বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘চারুকলা সংসদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান’ চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার পরেও উচ্চস্বরে গান বাজানো অব্যাহত থাকায় শেরে বাংলা হল ও বিজয় ২৪ হলের ৩৫-৪০ জন আবাসিক শিক্ষার্থী অনুষ্ঠান বন্ধ করতে মুক্তমঞ্চের দিকে যান। মুক্তমঞ্চের কাছে পৌঁছানোর পর শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়।
এ সময় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন মঞ্চের মাইকে বলেন, ‘আপনারা দেখছেন কতিপয় দুষ্কৃতকারী শিক্ষার্থী হলের আবাসিক শিক্ষার্থী পারিচয় দিয়ে অনুষ্ঠানে বাধা দিতে আসছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে মুক্তচর্চা হবে, এখানে কারও বাধা মেনে নেওয়া হবে না।’
সভাপতির এমন বক্তব্যের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ছাত্রদল ও চারুকলা সংসদ ক্যাম্পাসে ‘মবের বিরুদ্ধে’ স্লোগান দেয়। পরে ছাত্রদল নেতা মোশাররফ হোসেন ও মিজানুর রহমানের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে টিএসসির সামনে গিয়ে শেষ হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, এখানে ববিচাসের প্রোগ্রাম ছিল, আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলাম। হল থেকে কিছুসংখ্যক শিক্ষার্থী এসে সমস্যা তৈরি করে, আর তারা কারা ছিল ক্যাম্পাসের সবাই জানে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন এ বিষয়ে কোনো বক্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, ঘটনাটি শোনা মাত্রাই অয়োজকদের জানালে আধাঘণ্টার মধ্যে কনসার্ট তারা বন্ধ করে দেয়। আর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা কাম্য নয়, আমি এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলবো।