নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে সেনা ও নৌ শাখার বিএনসিসি ক্যাডেটদের আনন্দ-র্যালি।
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল জেলায় সেনা ও নৌ শাখার বিএনসিসি চৌকস ক্যাডেটদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ-র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৫ বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে আয়োজিত এই র্যালিতে ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ পদচারণা ও দেশপ্রেমমূলক স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরী।
র্যালিটি বরিশাল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ক্যাডেটরা জাতীয় পতাকা বহন করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরব নতুন প্রজন্মের মাঝে তুলে ধরেন। র্যালি চলাকালে সড়কের দু’পাশে অবস্থান নেওয়া সাধারণ মানুষ করতালি দিয়ে ক্যাডেটদের উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের তাৎপর্য তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ জাগ্রত করতেই এই আনন্দ-র্যালির আয়োজন করা হয়। এ ধরনের কর্মসূচি জাতীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।