নিজস্ব প্রতিবেদক :: ঢাকায় ফাঁকা বাসায় পাওয়া গেল বরিশালের এক যুবকের মরদেহ!
ঢাকায় ফাঁকা বাসায় পাওয়া গেল বরিশালের যুবকের মরদেহ!
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল পোস্ট : রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া পারিবারিক কলহে গলায় ফাঁস লাগিয়ে পারভেজ (২৩) নামে যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে এ আত্মহননের ঘটনা ঘটে। তিনি একটি (টিসু তৈরির কারখানায়) প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।
পরিবারিক সূত্র থেকে জানা যায়, পরিবারের লোকজন দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে রাত ২টা ১০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
নিহতের বড় বোন পান্না আক্তার বলেন, ‘সে একটি টিস্যু তৈরির কারখানায় কাজ করত। বর্তমানে ১৪ দিন যাবত কাজে যায়নি। এলাকার কিছু বখাটে ছেলেদের সঙ্গে চলাফেরা করত। আর মাঝেমধ্যে মাদক সেবন করত। তবে কি কারণে বা কেন সে আত্মহত্যা করেছে, তা কেউ জানতে পারেনি।’
তিনি জানান, গতকাল রাতে বাসায় কেউ ছিল না। সেসময়ে ঘরে কাঠের আড়ার সঙ্গে কাপড় পেচিয়ে ফাঁস দেয় সে। পরে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন তারা। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
জানা গেছে, নিহত পারভেজের গ্রামের বাড়ি বরিশালে। বর্তমানে খিলগাঁও নন্দীপাড়া আব্বাস আলী রোড ভাড়াবাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তার বাবার নাম খায়রুঊদ্দিন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।