পারভেজ :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বরিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ও বরিশাল জেলা শাখার উদ্দ্যাগে ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করা হয়।
শুক্রবার ১৯শে ডিসেম্বর নগরীর অশ্বিনী কুমার টাউন হলে দুপুর ১২ ঘটিকা থেকে দুপুর ২টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ এবং ঔষধ প্রদান করেন।
উক্ত মেডিকেল ক্যাম্পে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং ডা. জহিরুল ইসলাম শাকিল, মহাসচিব, ড্যাব। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. নজরুল ইসলাম সেলিম, সহ-সভাপতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ড্যাব কেন্দ্রীয় কমিটি।
ক্যাম্পে আগত বিভিন্ন শ্রেণি-পেশার রোগীরা সাধারণ চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। আয়োজকরা জানান, জনস্বার্থে সারাদেশে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।কেননা বিএনপি এর ৩১ দফা দাবিতে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন যুক্ত রয়েছে।