নিজস্ব প্রতিবেদক :: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল করতে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল করতে দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
শনিবার অনুষ্ঠিত পৃথক সভাগুলোতে তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শৃঙ্খলার সঙ্গে এই কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সভায় মহানগর ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপির এই কর্মসূচি ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তাই অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে দিবসটি পালনের প্রতিশ্রুতি দেন তারা।
অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির সভায়ও আসন্ন কর্মসূচি ঘিরে প্রস্তুতি, সংগঠনের করণীয় ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, বিএনপি সব সময়ই জনআকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে এসেছে। তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা, গণসংযোগ বৃদ্ধি, সংগঠনের তৃণমূল কাঠামো আরও শক্তিশালী করা এবং শান্তিপূর্ণভাবে দিবস উদযাপনের ওপর জোর দেওয়া হয়।