নিজস্ব প্রতিবেদক :: দেড় দশকের দীর্ঘ নির্বাসন কাটিয়ে সপরিবারে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে উৎসবের আমেজ ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। তাকে বরণ করে নিতে কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিএনপি নেতাদের দাবি, এই সংবর্ধনা অনুষ্ঠান জনসমাগমের দিক থেকে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এই অনুষ্ঠানস্থলে যোগ দেবেন এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখবেন।
দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমানের এই ঐতিহাসিক আগমন উপলক্ষে পূর্বাচল এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কয়েক হাজার দলীয় স্বেচ্ছাসেবক শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ইতিমধ্যেই এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে বিএনপি। সমাবেশস্থলের মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে এবং কেন্দ্রীয় নেতারা দফায় দফায় মাঠ পরিদর্শন করছেন।
উল্লেখ্য, ২০০৮ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে গিয়েছিলেন তারেক রহমান। গত ১৭ বছর ধরে তিনি লন্ডনে অবস্থান করলেও সেখান থেকেই দলের নেতৃত্ব দিয়ে আসছেন। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর এই স্বদেশে প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।