নিজস্ব প্রতিবেদক :: আসন সমঝোতা নিয়ে চরম বিপাকে জামায়াত, ৩৪৮ আসন চায় শরিকরা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সমমনা ৮টি ইসলামি দলের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হওয়া এখনো শেষ হয়নি। জামায়াতের শরিকরা সব মিলিয়ে ৩৪৮টি আসনের দাবি করেছে, যদিও পার্লামেন্টে মোট আসন সংখ্যা মাত্র ৩০০।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড.এইচএম হামিদুর রহমান আযাদ বলেন, আগের ৭ দল এবং নতুন ২–৩টি সমমনা দল মিলিয়ে আসনের দাবি অনেক,তবে আমরা উদার মন নিয়ে আলোচনা চালাচ্ছি। আশা করি দু-এক দিনের মধ্যে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
অন্যদিকে প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব যোবায়ের বলেন, সংখ্যার বেশি গুরুত্বপূর্ণ নয়; যাকে যেখানে দিলে ভালো করবে, আমরা সেখানে মনোনয়ন দেব।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, শহীদ ওসমান হাদির মৃত্যু ও লিয়াজোঁ কমিটির কিছু নেতাদের বিদেশ সফরের কারণে বৈঠকগুলো সময়মতো হয়নি।
জামায়াতের নেতারা জানিয়েছেন, শরিকদের দাবি পুরোপুরি মেনে নেওয়া সম্ভব না হলেও সবাইকে একসঙ্গে রাখার জন্য সর্বোচ্চ ছাড় দেওয়ার প্রস্তুতি রয়েছে। দলের কাছে মূল লক্ষ্য হলো সংখ্যার নয়, সম্ভাবনার ভিত্তিতে সমঝোতা করা।