ওই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, বিএনপি সমর্থিত প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম হাওলাদার এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক পনির হাওলাদারের মত প্রভাবশালী চার প্রার্থীকে পরাজিত করেন।
তখন তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ নির্বাচিত ইউপি চেয়ারম্যান। পরে তিনি ইউপি চেয়ারম্যান ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এ পদে তিনি ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালণ করেন।
২০১৪ সালে অনুষ্ঠিত উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েও দলের বৃহত্তর স্বার্থে বিএনপি মনোনীত প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানকে সমর্থন দিয়ে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচনে তার পক্ষে কাজ করেন। ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে বড়াকোঠা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তখন
বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সম্মানে ও দলের বৃহত্তর স্বার্থে তিনি মনোনয়নপত্র দাখিল না করে তার পক্ষে নির্বাচনে কাজ করেন।
২০২৩ সালে তিনি উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির এক নম্বর সদস্য নির্বাচিত হন। ফিরোজ হোসেনের অভিযোগ ২০২৪ সালে অনুষ্ঠিত বড়াকোঠা ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটে সভাপতি নির্বাচিত হয়েও তিনি দায়িত্ব পাননি। সর্বশেষ চলতি বছরের জুলাইতে অনুষ্ঠিত উজিরপুর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি
উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী ছিলেন। কিন্তু অপর সভাপতি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মালিকানাধীন গুঠিয়া বাইতুল ভিউ কনভেনশন সেন্টারে কাউন্সিল হওয়ায় প্রভাবিত হওয়ার আশংকায়
এর প্রতিবাদ জানিয়ে তিনি তাতে অংশ গ্রহণ করেননি। গত ১৫-১৬ বছর আওয়ামী লীগ সরকার আমলে বিএনপি নেতা ফিরোজ হোসেন বেশ কয়েকটি রাজনৈতিক হয়রাণিমূলক মামলা,হামলার শিকার হন এবং কারাবরণ করেন। নির্বিঘ্নে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালণ করতে পারেন নি। তিন দফা তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারন করা হয় । প্রতিবার
আইনী লড়াইয়ে তিনি দায়িত্ব ফিরে পান।
২৪'র জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভূত্থানে রাজধানীতে তিনি সন্মুখ সারিতে ছিলেন। দলের চরম
দুঃসময়ের ত্যাগী,পরীক্ষিত ও নির্যাতিত নেতা ফিরোজ হোসেন বিএনপিতে সঠিক মূল্যায়ন পাননি এবং এক নেতার কর্তৃত্ব-নেতৃত্বে সব চলছে দাবি করে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অভিপ্রায়ে জাপা-জেপির নেতৃত্বাধীন জোট থেকে বরিশাল-২ আসনে এমপি পদে লড়বেন বলে জানান।