প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
বাবুগঞ্জে বেদের সম্প্রদায়ের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা উপজেলার মীরগঞ্জ এলাকার বেদে সম্প্রদায়ের প্রায় অর্ধশত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
চলমান শীতকালীন সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সরকারিভাবে প্রাপ্ত শীতবস্ত্র তহবিল থেকে এ কম্বল বিতরণ করা হয়। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মীরগঞ্জ নদীর পাড়ে নোঙর করা নৌকাগুলোতে সরাসরি গিয়ে প্রতিটি বেদে পরিবারের হাতে কম্বল তুলে দেন।
দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভাসমান জীবনযাপনকারী বেদে সম্প্রদায়ের মানুষজন শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। শীতের রাতে প্রশাসনের এ মানবিক উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতের তীব্রতা মোকাবিলায় প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
Copyright © 2025 Crime Times. All rights reserved.