নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বন্দর থানাধীন দিনারের পোল এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একটি ডাকাতচক্র বসতঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৪ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। শনিবার দিবাগত রাতে দিনারের পোলের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার রাতে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী ও ওই বাড়ির বাসিন্দা মো: আনোয়ারুল সাদিক হোসেন বলেন-বাড়িতে প্রবাসী আমার কয়েকজন আত্মীয় বেড়াতে এসেছিলো। তাদের নিয়ে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। রাত ৪ টার দিকে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বারান্দার গ্লীল ও তালা এবং পরবর্তীতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করেই তারা আমার মায়ের রুমে যায়। তারা মাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এরপর আমাদের চিৎকারে ঘরের সবার ঘুম ভেঙে যায়। পরবর্তীতে ডাকাতরা অস্ত্রের মুখে আমাদের সবাইকে জিম্মি করে ফেলে। এরপর ডাকাতরা ঘরের সমস্ত আলমিরা, আসবাবপত্র তছনছ করে নগদ ৪ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। তিনি বলেন-যেহেতু আমার ঘরে প্রবাসী বোন ও ভাগিনা বেড়াতে এসেছে এ খবরেই ডাকাতির ঘটনা ঘটেছে। আমার বাড়ির এই খবর এলাকা কিংবা আশেপাশের লোকজন ছাড়া দূরের কারো জানার কথা না। তাই এ ঘটনায় স্থানীয় লোকজন জড়িত থাকতে পারে। তবে মুখোশ পড়ে থাকার কারনে কাউকে চেনা সম্ভব হয়নি। রোববার রাতেই মামলা এজাহার হিসাবে থানা পুলিশ গ্রহণ করবে। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে।