নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর মনোনীত প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দলীয় প্রতীক ‘ঈগল’ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পৌনে চারটায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার ফুয়াদ বলেন, নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গুন্ডামি-মাস্তানি, সংঘর্ষের পরিকল্পনা ও ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা। ইতোমধ্যে পরিকল্পিতভাবে জেলে থাকা সন্ত্রাসীদের জামিন করানো হচ্ছে এবং অন্য জেলা থেকে সর্বহারা আনার অভিযোগও রয়েছে। ঢাকায় ওসমান হাদি এবং সারা দেশে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে।
তিনি বলেন, প্রতিটি আসনে অন্তত ৫০ থেকে ১০০ জন অপরাধী সক্রিয় থাকে। এসব অপরাধীকে গ্রেপ্তার বা নির্বাচনকালীন সময়ের জন্য আটক রাখলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব। ভয়ের পরিবেশ সৃষ্টি হলে ভালো নির্বাচন হয় না; বরং একতরফা নির্বাচনের আশঙ্কা তৈরি হয়।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, নির্বাচনি পরিবেশ রক্ষায় একটি শক্তিশালী কমিটি গঠন করা প্রয়োজন। রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রতিপক্ষকে মেধা, যুক্তি ও তর্কের মাধ্যমে মোকাবিলা করতে হবে—গায়ে হাত তুলে নয়, অস্ত্রের ভয় দেখিয়ে নয়।
তিনি বলেন, দাবি আদায়ে প্রয়োজনে মিছিল বা আন্দোলন হতে পারে, কিন্তু হামলা বা সহিংসতা গ্রহণযোগ্য নয়। প্রার্থীরা যেন নিরাপদে ক্যাম্পিং করতে পারেন এবং সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন—এই পরিবেশ নিশ্চিত হলেই গণতন্ত্রের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হবে।
এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।