ভাণ্ডারিয়া প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে পিরোজপুর -২ আসন (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) বিএনপি- জামায়াত, জাতীয়পার্টি জেপিসহ ৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। বিএনপি'র মনোনীত প্রার্থী (ধানের শীষ) আলহাজ্ব আহমেদ সোহেল মনজুর সুমন এ সময় উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহবায়ক আঃ মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আঃ হাই হাওলাদার ও সমাজ সেবক জুলফিকার হায়দার।
এছাড়াও মো. মাহমুদ হোসেন মিয়া (স্বতন্ত্র), মাহিবুল হোসেন মাহিম জাতীয় পার্টি জেপি (বাই সাইকেল ), আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), মো. ফয়সাল খান (এবি পার্টি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মনোনিত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী (দাড়িপাল্লা প্রতীক) পিরোজপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এর কার্যালয়ে জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।