নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-৫ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বরিশাল সদর আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ধানের শীষ মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। গতকাল সোমবার দুপুরে তিনি জেলা রিটানির্ং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান আক্তার শিরিন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, সদর উপজেলার আহ্বায়ক নুরুল আমিন সহ আরো অনেকে। মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজিবর রহমান সরোয়ার বলেন-দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছিল। এতবছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আগামীতে ইনশাল্লাহ জনগনের ভোটে বিএনপি ক্ষমতার মসনদে বসে সাধারণ মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে।