নিজস্ব প্রতিবেদক :: বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন, মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
জানাজা শেষে তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।