স্টাফ রিপোর্টার :: বরিশালে বিনা অপরাধে তাওসিফ নামে এক শিশুকে থাপ্পর মারার অভিযোগ উঠেছে পুলিশের এক সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ সদস্য হলেন এএসআই নুরুজ্জামান, যিনি বর্তমানে আলেকান্দা পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনো প্রকার অপরাধে জড়িত না থাকা সত্ত্বেও তাওসিফকে প্রকাশ্যে থাপ্পর মারেন ওই এএসআই। এ ঘটনায় শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন তার পরিবার।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাওসিফের বাবা। পাশাপাশি চৌমাথা বাজারের ব্যবসায়ীরাও এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিশুদের সঙ্গে এমন আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি উঠেছে।
এ বিষয়ে এএসআই নুরুজ্জামানের কাছে মুঠো ফোনে জানতে চাইলে, তিনি বলেন আমি তাওসিফের সাথে ইয়ার্কি করছি, তাওসিফ এর বাবার সাথে ঘটনাটি সমাধান করার চেষ্টা করছি, এ ব্যাপারে নিউজ না করার জন্য অনুরোধ রইল।