রানা খান :: বরিশালে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে লাশ হয়ে ফিরলেন মিরাজ!
বরিশালের ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে গিয়ে মিরাজ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে অসুস্থ অবস্থায় মিরাজকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মিরাজ বরিশাল নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের মৃত খোরশেদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক এবং দুই সন্তানের জনক ছিলেন।
মিরাজের বন্ধু ইমরান হোসেন জানান, শুক্রবার সকালে বরিশালের বেলতলা ঘাট থেকে প্রায় ১০০ জন বন্ধু মিলে লঞ্চযোগে ভোলার উদ্দেশ্যে আনন্দভ্রমণে বের হন। লঞ্চটি ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় পৌঁছানোর পর দুপুরে খাবার খাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ মিরাজ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মিরাজ দীর্ঘদিন ধরে হাঁপানি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এছাড়াও তিনি পাইলস রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনন্দভ্রমণের সময় অতিরিক্ত উত্তেজনা বা শারীরিক চাপের কারণে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মিরাজের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।