কাউখালী প্রতিনিধি :: পিরোজপুরের কাউখালীতে হাড় কাঁপানো শীত, কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে ঘরহীন ও ছিন্নমূল মানুষের কষ্ট যেন তীব্র হয়ে উঠেছে। সেই কষ্ট কিছুটা লাঘব করতে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকার এতিমখানা, মাদ্রাসা ও ছিন্নমূল মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হলেন। তিনি ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষ সহ খোলা আকাশের নিচে থাকা মানুষের গায়ে কম্বল পরিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। শীতের রাতে হঠাৎ প্রশাসনের উপস্থিতিতে অনেকেই বিস্মিত হন। কেউ ঘুম থেকে উঠে কেউ আগুন পোহানো অবস্থায় কম্বল গ্রহণ করেন। কম্বল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এসব অসহায় দুঃস্থ মানুষেরা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষেরা। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আমার দায়িত্ব। ঘুরে ঘুরে উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প, এতিমখানা, নদীর পাড়ে অসহায় মানুষ, ছিন্নমূল ও খোলা আকাশের নিচে থাকা মানুষের কাছে কম্বল পৌঁছে দেব।