নিজস্ব প্রতিবেদক :: বরিশালে এশার নামাজে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু!
বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এশার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।
শনিবার (৩ জানুয়ারি) রাতের দিকে উপজেলার কুমারখালি বাজার মসজিদে এ ঘটনা ঘটে। রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত আবুল হোসেন তালুকদার উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সারাদিন আবুল হোসেন তালুকদার ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় বাড়িতে মাগরিবের নামাজ আদায় শেষে প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে তিনি কুমারখালি বাজারে যান। পরে এশার নামাজ পড়তে কুমারখালি বাজার মসজিদে প্রবেশ করেন। নামাজের এক পর্যায়ে সেজদায় যাওয়ার পর তিনি আর উঠতে পারেননি।
নামাজ শেষে মুসল্লিরা তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে তারা বুঝতে পারেন তিনি মৃত্যুবরণ করেছেন।
নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন,
“আল্লাহ যেভাবে তাকে ডেকে নিয়েছেন, তা সত্যিই সৌভাগ্যের। ইবাদতের মধ্যেই তার দুনিয়া থেকে বিদায় হয়েছে।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন তালুকদার ছিলেন একজন সৎ, শান্ত স্বভাবের ও ধর্মপ্রাণ মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।