প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, চাইলেন জনগণের সহায়তা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার ব্যয় নির্বাহে সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তিনি।
এ লক্ষ্যে নিজের ব্যক্তিগত বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন ব্যারিস্টার ফুয়াদ। রোববার (৪ জানুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আবেদন জানান।
ভিডিও বার্তায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) একটি প্রত্যন্ত ও প্রান্তিক আসন হওয়ায় এখানে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং। জনসংযোগ, যাতায়াত এবং প্রচার কার্যক্রম চালিয়ে নিতে সাধারণ মানুষের সহযোগিতা এখন জরুরি হয়ে পড়েছে। সে কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি সবার আর্থিক সহায়তা কামনা করেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জুলাই সনদের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম চলমান রয়েছে। এই আন্দোলন শত শত শহীদের রেখে যাওয়া আমানত। শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ে তুলতে ইনসাফ ও আজাদীর পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জনতার টাকায় জনমুখী রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে যারা আর্থিকভাবে সহযোগিতা করতে চান, তাদের তার দেওয়া বিকাশ, নগদ ও ব্যাংক হিসাবে অনুদান পাঠানোর অনুরোধ জানান এবি পার্টির এই নেতা।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, তার দেওয়া বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা হচ্ছে এবং কোন খাতে কীভাবে ব্যয় করা হচ্ছে—প্রতিটি হিসাব প্রমাণসহ জনসমক্ষে প্রকাশ করা হবে।
Copyright © 2026 Crime Times. All rights reserved.