নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগরীর নথুল্লাবাদে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালে সেনাবাহিনী মোতায়েনের পর পুরো এলাকায় স্বস্তি ফিরে এসেছে। শুক্রবার সেনাবাহিনী যানবাহন নিয়ন্ত্রণসহ সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণ করে।
দিনভর সেনাবাহিনীর জওয়ানরা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে ও বাইরে দায়িত্ব পালন করেন। স্থানীয় ও দূরপাল্লার যানবাহন চলাচল সুশৃঙ্খল রাখতে তারা তৎপর ছিলেন। এর ফলে সারাদিন টার্মিনাল এলাকায় কোনো যানজট সৃষ্টি হয়নি এবং সাধারণ মানুষকে পড়তে হয়নি ভোগান্তিতে।
বিশেষ করে বরিশাল–ফরিদপুর–ঢাকা জাতীয় মহাসড়কের ওপর অবস্থিত এই গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল এলাকা যাত্রী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে অতিক্রম করতে সক্ষম হন। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাসে ওঠানামা করতে পারায় সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেছেন।