মুহাম্মাদ আলআমিন সিকদার :: বরিশালে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বরিশালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) জুম্মাবাদে বরিশাল নগরীর হাটখোলা এলাকার বায়তুল মোকাদ্দাস জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল মহানগর বিএনপির ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার— বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
নামাজ শেষে বক্তব্যে তিনি বলেনঃ-
“বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শুধু একটি রাজনৈতিক অভিভাবককেই হারাইনি, হারিয়েছি একজন আপসহীন দেশপ্রেমিক নেত্রীকে।
তার প্রয়াণে জাতি গভীরভাবে শোকাহত।
এই শোক সহজে কাটিয়ে ওঠার নয়।
তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়ার ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহ তায়ালা যেন জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আসার সুযোগ দেন এবং জনগণের সেবায় আত্মনিয়োগ করার তৌফিক দান করেন।”
সর্বশেষে তিনি বলেনঃ- ইনশাআল্লাহ অচিরেই বরিশালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসমাবেশ অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ মনিরুজ্জামান খান ফারুক, আহ্বায়ক, বরিশাল মহানগর বিএনপি।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ মাসুদ হাওলাদার, সাবেক আহ্বায়ক ৬নং ওয়ার্ড বিএনপি, ও সদস্য বরিশাল মহানগর বিএন পি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শহীদুল ইসলাম বাবুল তালুকদার, সাবেক সদস্য সচিব, ৬নং ওয়ার্ড বিএনপি। বরিশাল মহানগর।
নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য ভোজের আয়োজন করেন,বিশিষ্ট্য ব্যাবসাই ও সমাজ সেবক, সাবেক আহবায়ক,৬ নং ওয়ার্ড বি,এন,পি ও সদস্য বরিশাল মহানগর বি,এন, পি
মাসুদ হাওলাদারের পক্ষ থেকে।