নিজস্ব প্রতিবেদক : বরিশালে ‘এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রচারণা ও সামগ্রিক ব্যবস্থাপনা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি প্রায় অর্ধেক শেষ। একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করার লক্ষে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন করারও তাগিদ দেন তিনি। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে এ সভায় বিভাগীয় কমিশনার বলেন, সকল দফতরের সাথে সমন্বয় করে এ কার্যক্রম পরিচালনা করলে সহজেই নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। এ সময় তিনি মাঠ পর্যায়ে কাজ করে এমন দফতরগুলোকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা কার্যক্রম ব্যাপকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।
বরিশাল বিভাগের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের প্রসঙ্গ বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, বিভাগের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বেশকিছু ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে, আমরা সে বিষয়ে কাজ করে যাচ্ছি। ঝুঁকিপূর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণসহ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দফতরকে নির্দেশনা প্রদান করেন তিনি।
মতবিনিময়য় সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বিএমপি’র কমিশনার মো. শফিকুল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ ম-লসহ বিভাগের বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীগণও উপস্থিত ছিলেন।