নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এখন সময় সংস্থার কম্বল বিতরণ।
বরিশালে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এখন সময় সংস্থা–এর উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল শহরের মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনটি দীর্ঘদিন ধরে বরিশালে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে বরিশাল সিটি কর্পোরেশনের ১৫টি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে এখন সময় সংস্থা। এর অংশ হিসেবে এদিন সিটি কর্পোরেশনের ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বরিশালের বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যবসায়ীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এখন সময় সংস্থার সভাপতি মো. রাফি, অর্থ বিষয়ক সম্পাদক মো. কাওসারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মো. নাহিদ ও মো. ইমরান হোসেন।