বিনোদন ডেস্ক :: জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে তাদের সম্পর্কের ভাঙন নিয়ে দাবি করা হয়েছিল। খবরটি অবশেষে সত্য বলে স্বীকার করেছেন তাহসান নিজেই।
শনিবার (১০ জানুয়ারি) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে এ অভিনেতা জানান, আমরা এখন একসঙ্গে থাকছি না।
তিনি বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি ‘
উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাহসান খান ও রোজা আহমেদ। রোজার দেশের বাড়ি বরিশাল নগরীতর বাজার রোডে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে সফল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।