নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শিক্ষক সমিতিতে দোয়া-মোনাজাত।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় ফকিরবাড়ী রোডস্থ শিক্ষক ভবনের এম.এ গফুর অডিটরিয়ামে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার। সভাপতিত্ব করেন সুনীল বরণ হালদার, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনায়েত হোসেন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখা।
আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মো: আসাদুল আলম আসাদ, উপদেষ্টা তোফায়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি, রফিকুল ইসলাম, সহ-সভাপতি, সঞ্জয় কুমার খান, সুভাষ চন্দ্র সরকার, ফিরোজ আলম গাজী, তুষার কান্তি রায়, সঞ্জয় কুমার মিস্ত্রী, আনোয়ার হোসেন, ফারুক হোসেন, সুমন হালদার, সাংগঠনিক সম্পাদক, ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক আবদুর রশিদ, দপ্তর সম্পাদক অবিনাশ চন্দ্র রায়, সহ-দপ্তর সম্পাদক, নিজাম হোসেন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক, কৃষ্ণা হালদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক, বিথিকা চ্যাটার্জী, বরিশাল সদর উপজেলার সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইদ্রিসুর রহমান। দোয়া মোনাজাত পরিচালনা করেন শিক্ষক নেতা মাওলানা আব্দুস সালাম।