নিজস্ব প্রতিবেদক :: শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে বিএনপির নেতা-কর্মীদের শ্রদ্ধা নিবেদন!
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন এবং যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন।
এছাড়াও বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান, সহ-সভাপতি সজল কাজীসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রীর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।