রিপোর্টার পারভেজ :: বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
শীতের তীব্রতা বৃদ্ধির ফলে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।১৪ ই ডিসেম্বর বুধবার বিকাল ৫ ঘটিকায় বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডে এই কর্মসূচিতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিলকিস আহমেদ লিলি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে কেউ যেন কষ্টে না থাকে—সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উক্ত আয়োজনে বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি বিলকিস আহমেদ লিলি,
বনলতা মুর্শিদা সহ- সভাপতি,রেবেকা সুলতানা পরিচালক,আঞ্জুমান আরা কেয়া,রাহিমা আক্তার লুনা,
স্নিগ্ধা আফরোজ,তাসলিমা আক্তার সদস্যবৃন্দরা
উপস্থিত ছিলেন।
কম্বল উপহার পেয়ে শীতার্ত মানুষজন সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।