নিউজ ডেস্ক :: মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর
মেট্রোরেলের কাওরান বাজার ও শাহবাগ স্টেশন চালু হতে যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। ওই দিন থেকে এ দুটি স্টেশনে ট্রেন থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
এর আগে, ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়।ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, ৩১ ডিসেম্বর থেকে সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতেই সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আগামী তিন মাসের মধ্যে এ অংশে ট্রেন দিয়াবাড়ি-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। মেট্রোরেল দিয়ে প্রতিদিন ১ লাখ ৩৫ থেকে ৫৫ হাজার যাত্রী যাতায়াত করেন।
এ সময় মেট্রোরেল রুটের এক কিলোমিটারের মধ্যে ফানুস উড়ানোতে নিষেধাজ্ঞা চান এমএএন ছিদ্দিক। তিনি পিক আওয়ারে বেশি ভিড় থাকায় ওঠা-নামায় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।