প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৪, ১১:০২ অপরাহ্ণ
বরিশাল-৬ আসন : বাকেরগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য হাফিজ মল্লিকের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-৬ আসন : বাকেরগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য হাফিজ মল্লিকের উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বরিশালের বাকেরগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল( অব )হাফিজ মল্লিকের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।
বুধবার ১৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে ,সহকারী ভূমি সানজিদা রিকতার সঞ্চালনায়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল অব হাফিজ মল্লিক তিনি তার বক্তব্যে বলেন আমি সংসদ সদস্য হয়েছি উপজেলার গণমানুষের সেবক হয়ে সেবা দিতে সবসময় সুখে দুঃখে আমি আপনাদের পাছে আছি থাকবো, আশা করি আপনারাও আমার পাশে থেকে সহযোগিতা করবেন ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শঙ্কর প্রশাদ অধিকারী সাব রেজিস্টার আব্দুল্লাহ আল ইশা , কৃষি কর্মকর্তা সুনিতি কুমার সাহা, উপজেলা ইঞ্জিনিয়ার (এলজিইডি) আবুল খায়ের মিয়া , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাস ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সহ উপজেলার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এছাড়াও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাদের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নাসির মাঝি, মনিরুজ্জামান ডাকুয়া ,ভরপাশা ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির শিকদার, ফরিদপুর ইউপি চেয়ারম্যান এইচএম শফিকুর রহমান প্রমুখ।
Copyright © 2024 Crime Times. All rights reserved.