নিউজ ডেস্ক :: উপহার পাওয়া সোনার নৌকা ফিরিয়ে দিলেন এমপি
বুধবার (১৭ জানুয়ারি) পাইকগাছা উপজেলার শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এ সোনার নৌকা উপহার দেয়া হয়।
পাইকগাছা উপজেলার শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন নবনির্বাচিত সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়ল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে স্কুলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। পরে স্কুলের পক্ষ থেকে তাকে একটি সোনার তৈরি নৌকা উপহার দেয়া হয়। সোনার তৈরি নৌকাটি গ্রহণ করলেও তা তাৎক্ষণিকভাবে তাদের ফিরিয়ে দেন। এ সময় স্কুলের মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে সোনার নৌকাটি ব্যয় করার জন্য বলেন। এছাড়া ব্যক্তিগত পক্ষ থেকেও তিনি স্কুল কতৃর্পক্ষকে নগদ পাঁচ হাজার টাকা দেন।জানতে চাইলে রশিদুজ্জামান মোড়ল বলেন, ‘আমি এ ধরনের অলংকার বা আনুষ্ঠানিকতা পছন্দ করি না। তারা আমাকে সম্মান করেছে। আমি তাদের সম্মান গ্রহণ করেছি। কিন্তু আমার মনে হয়েছে আমার জন্য এসব না। আমি তাদের সম্মানের সাথেই আবার স্বর্ণের নৌকাটি ফিরিয়ে দিয়েছি। স্কুলের মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করতে বলেছি। আমাকে এ ধরনের উপহার না দেয়ার জন্য আমি অন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’
শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫২তম বার্ষিক প্রতিযোগিতা ছিল এটি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবার কোনো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তিনি।