নিজস্ব প্রতিবেদক :: হিজলায় চোর সন্দেহে আটক, ২।
বরিশালের হিজলায় গরু চোর সন্দেহে স্থানীয় জনতা ২ জনকে আটক করে।পরে থানা পুলিশকে সংবাদ দিলে এ এস বশির উদ্দিন ও এ এস আই শরীফ আটক চোরদের উদ্ধার করে নিয়ে যায়। জানাযায় উপজেলার চরমেমানিয়া গ্রামের রব মাতুব্বরের শনিবার গভীর রাতে একটি গরু চুরি হয়।রবিবার সকালে গোয়াল ঘরে একটি মোবাইল পায়।
তখন মোবাইলের সুত্র ধরে পার্শ্ববতি বাড়ির কালাম রাড়িকে স্থানীয়রা সনাক্ত করে।একতা বাজারের গরু ব্যবসায়ী বাবুল কসাই রাত ৩ টায় সময় নিজ বাড়িতে একটি গরু জবাই করে মাংস সকালে বাজারে বিক্রি করে।তখন চোরাইকৃত গরু মালিক রব মাতুব্বর রাতে জবাই করা গরু সর্ম্পকে জানতে চায়।তখন কসাই কালাম তার সঠিক তথ্য দিতে পারেনি।এ ঘটনায় বাজারের ব্যবসায়ী তাকেও পুলিশের হাতে দেয়।
বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানায় প্রায়ই বাজারে চোরাই গরু জবাই করে বিক্রি হয়।কসাই কালামের পরিবার প্রভাবশালী হওয়ায় কেউ ভয়ে মুখ খুলছে না। একতা বাজার ফ্রিজ ব্যবসায়ী কবির হোসেন বলেন হিজলা গৌরবদী ইউনিয়নে কিছুদিন পরপর চোরাই গরু উদ্ধার হয়।তাই প্রশাসনের কঠোর হলে গরু চুরি কমে আসবে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইর জানায় গরু চোর আটকের সংবাদ পেয়ে তৎক্ষনিক ঘটনাস্থানে পুলিশ পাঠিয়ে চোর আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।