নিজস্ব প্রতিবেদক :: মানিকগঞ্জ জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবুল মিয়া (৩৮) ও লুৎফর রহমান (২৭) নামে দুজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল মিয়া। লুৎফর রহমান গত ১৬ জানুয়ারি মারা যান। নিহত দুজনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে।
এদের মধ্যে বাবুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী। অপরজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুটাইল ইউনিয়নের ইউপি সদস্য জসিম উদ্দিন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি বাবুল মিয়া গত ১৬ জানুয়ারি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে ১৭ জানুয়ারি পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন লক্ষণ দেখা দেওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) থেকে টিম আসে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে। পরে তাকে ১৮ জানুয়ারি ঢাকায় পপুলার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে আরও পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। পর চিকিৎসাধীন অবস্থার শনিবার রাতে তার মৃত্যু হয়। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামে।
এ ছাড়া পুটাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন জানান, গত ১৬ জানুয়ারি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ঘোস্তা গ্রামের সাবেক ইউপি সদস্য নকিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান মারা যান। খেজুরের কাঁচা রস খাওয়ার পর তার মাথাব্যথা ও জ্বর শুরু হয়। প্রথমে ঘোস্তা বাজারের স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ খেতে থাকেন। কিন্তু তাতে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবুল মিয়া নামে এক ব্যক্তি ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তবে লুৎফরের মৃত্যুর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।