নিজস্ব প্রতিবেদক :: বরিশালে যুগান্তর পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
যুগান্তরের ২৫ বছরে পদার্পণে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল প্রেসক্লাবে এ সভা হয়। সভা শেষে অতিথিরা কেক কাটেন। যুগান্তর বরিশাল ব্যুরো অফিসের উদ্যোগে এ অনুষ্ঠান হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক স.ম. ইমামুল হাকিম, ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.এস. কাইয়ুম উদ্দিন আহমেদ, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.কে.এম আখতারুজ্জামান তালুকদার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হক, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল অঞ্চলের উপদেষ্টা দাশ গুপ্ত আশীষ কুমার, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বিএমপির সহকারী পুলিশ কমিশনার (বন্দর) প্রণয় রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বীরমুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, নাট্যব্যক্তিত্ব কাজল ঘোষ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নজরুল ইসলাম চুন্নু , বর্তমান সভাপতি শুভংকর চক্রবর্তী, নারীনেত্রী অধ্যাপক শাহ্ সাজেদা, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, বরিশাল জেলা নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হুমায়ুন কবির, বরিশাল প্রেস ক্লাবের সহসভাপতি কাজী আল মামুন ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কবি হেনরি স্বপন এবং বরিশাল খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ প্রমুখ।
যুগান্তরের বরিশাল ব্যুরোপ্রধান আকতার ফারুক শাহীনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেন, বরিশালের আইনশৃংখলা পরিস্থিতি ভালো। নগরীতে কিছু সমস্যা আছে, যার মধ্যে যানজট ও ইভিটিজিং নিয়ন্ত্রণে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমাদের গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে তথ্য সংগ্রহ করেছে। স্কুল টাইমে যারা পার্কে ঘুরে বেড়াবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি যানজট ও ইভটিজার মুক্ত বরিশাল গড়তে কাজ করছে পুলিশ। আমি সবাইকে নিয়ে বরিশালের আইন শৃংখলা পরিস্থিতি ভালো রাখতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা চাই। আমার মাধ্যমে জনসাধারণ তাদের কাজ আদায় করে নিতে পারবে। আমি চাই বরিশাল থেকে চলে যাওয়ার পরও আমার পায়ে ছাঁপ এ অঞ্চলে পড়ে থাকুক। পূর্ণযৌবনা যুগান্তর দেশের কল্যাণে কাজ করার এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের শিক্ষা, সমাজ উন্নয়ন, কর্মকর্তাদের সংবাদের পাশাপাশি আগামীতেও গণমানুষের কথা বলবে যুগান্তর। যুগান্তরের সাংস্কৃতিক অঙ্গনের খরব গুরুত্ব দেওয়া হয়। এছাড়া রাজনীতি ও সামাজিক উন্নয়নে নারীদের অগ্রগতি বিষয়ক সংবাদ আরও বেশি প্রকাশ করতে হবে। দেশের ঐতিহাসিক পত্রিকা যুগান্তর ইতিহাসকে সমৃদ্ধ করতে কাজ করছে। দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখতে হবে। গণমানুষের পাশাপাশি ব্যবসায়ীদের গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশের আহ্বান রাখেন বক্তারা।’