নিউজ ডেস্ক :: বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছে। আটক করা হয়েছে ঘাতক বাসটিকে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– অটোভ্যান চালক আব্দুস সাত্তার, তিনি উপজেলার গোহালিয়াবাড়ী এলাকার শুকুর মন্ডলের ছেলে। অপরজন উপজেলার কুশাবেনু এলাকার আব্দুল হকের ছেলে মো. মোমিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নওগাঁ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় যমুনা থেকে হাতিয়াগামী অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।