নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, গ্রেফতার ১।
বরিশালের গৌরনদী গালর্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির অপহৃত ছাত্রী সামিয়া জান্নাত প্রীতিকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৩ দিন পর শনিবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে র্যাব ১০ এর সহযোগিতায় তাকে উদ্ধার এবং অপহরণকারী আরিফ শিকদারকে (২০) গ্রেফতার করে গৌরনদী থানা পুলিশ। অভিযুক্ত আরিফ শিকদার কালকিনি উপজেলার জজিরা গ্রামের রেজাইল সিকদারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার এসআই হৃদয় কুমার চাকলাদার জানান, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ থেকে একাদশ শ্রেণির ওই ছাত্রী গত ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে উপজেলা পরিষদ গেটের কাছে মো. আরিফ সিকদার ও তার সহযোগিরা ওই ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা শহীদুল ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তথ্য প্রযুত্তির মাধ্যমে ঢাকা র্যাব-১০ এর সহয়োগীতায় ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে শনিবার ভোররাতে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী আরিফ শিকদারকে গ্রেফতার করে গৌরনদী থানা পুলিশ। ডাক্তারী পরীক্ষার জন্য ওই ছাত্রীকে শনিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারকৃত আরিফ শিকদারকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।