নিজস্ব প্রতিবেদক :: বরিশালে যুবলীগ নেতার পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর পক্ষে গণসংযোগকালে হামলায় রাশেদ হাওলাদার নামে এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। হামলাকালে রাশেদকে কুপিয়ে আহত করা ছাড়াও পিটিয়ে তার বাম পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত যুবলীগ নেতা রাশেদ হাওলাদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, যুবলীগ নেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।