নিজস্ব প্রতিবেদক :: বরিশালে খৎনা করতে গিয়ে শিশুর গোপনাঙ্গ কর্তন।
বরিশালের উজিরপুর উপজেলার বরাকোটা ইউনিয়নের সাকরাল গ্রামে সুন্নতে খৎনা করতে গিয়ে এক শিশুর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় এক ওস্তার (হাজাম) বিরুদ্ধে। আহত শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের সোহাগ আকনের ছেলে ইব্রাহিম আকনের (৭) সুন্নতে খৎনা করে গোপালগঞ্জের কোটালীপাড়ার ওস্তা (হাজাম) রহমত মোল্লা।
সুন্নতে খৎনা করতে গিয়ে রহমত মোল্লা (৬০) ওই শিশুর গোপনাঙ্গ’র একাংশ কেটে ফেলে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, সুন্নতে খৎনা করতে গিয়ে শিশুটির গোপনাঙ্গ’র একাংশ কেটে ফেলা হয়। তার চিকিৎসা চলছে।
চিকিৎসায় সে সুস্থ হয়ে উঠবে বলে আশা করেন চিকিৎসকরা।
এ বিষয়ে মুঠেফোনে জানতে চাইলে 'ভুলে বেশি কেটে গেছে' বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন রহমত মোল্লা।
উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, বিষয়টি জানা ছিলো না। সংবাদ কর্মীদের কাছ থেকে খবরটি জেনেছেন।
ভুক্তভোগী পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।