নিউজ ডেস্ক :: নাটোরে ৫ ইটভাটাকে ২৭ লাখ টাকা জরিমানা।
নাটোরের গুরুদাসপুরে ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নাটোর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা যায়, গুরুদাসপুর পৌর শহরে এলাকায় গড়ে ওঠা ইটভাটা গুলোর বেশিরভাগেরই সরকারি নিবন্ধন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। লাইসেন্সবিহীন এসব অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছে। সরকারি অনুমোদন না থাকায় ইটভাটাগুলোতে সোমবার পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার আমজাদ-মফিজ ব্রিকস ইটভাটাকে ৫ লাখ টাকা, মেসার্স ভাই-ভাই এন্টারপ্রাইজকে ৫ লাখ, এম.জেড.বি ব্রিকসকে ৬ লাখ, এম.বি.পি ব্রিকসকে ৫ লাখ এবং এস.এ.আর ব্রিকস ইট ভাটার মালিককে ৬ লাখ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই গুরুদাসপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এসব ইটভাটা ইট প্রস্তুত করে আসছিল। সরকারি কর ফাঁকি দেওয়াসহ নানা ধরনের অভিযোগ রয়েছে এসব ইটভাটার বিরুদ্ধে।
পরিবেশ অধিদপ্তরের নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, সরকারি নিয়ম ভঙ্গ ও পরিবেশের ক্ষতি করে এসব ইটভাটা ইট প্রস্তুত করতো। আজকে ৫টি ইটভাটার মালিকদেরকে জরিমানা করা হয়েছে। এসব ইটভাটার মালিকদের ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।