নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে ১০ টাকায় রোজার বাজার পাবেন সুবিধাবঞ্চিত মানুষ
আসন্ন রমজানকে সামনে রেখে পটুয়াখালী কলাপাড়ায় সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের জনসাধারণের জন্য ১০ টাকায় ‘রোজার বাজার’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে দিনব্যাপী ১০ টাকায় সুপার শপে পণ্য কেনার কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিবব্বুর রহমান।
এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন উদ্যোগে অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও এতিমখানার শিশুসহ ভাসমান ব্যক্তিদের জন্য এই আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে টোকেন সংগ্রহ করে ১০ টাকায় পছন্দমতো বাজার করেন এসব সুবিধাবঞ্চিত মানুষরা।
এই বাজার থেকে নিম্ন আয়ের মানুষরা নতুন শাড়ি-লুঙ্গি, শার্ট-প্যান্ট ও জুতাসহ নিত্য প্রয়োজনীয় মাছ, মুরগি, চাল, ডাল, তেল ক্রয় করেন।