নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাবুগঞ্জে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহর নামে তোড়ণ। উপজেলার মাধবপাশা ইউনিয়নে চন্দ্রদীপ হাই স্কুল এন্ড কলেজের প্রধান ফটকে পার্বত্য শান্তি চুক্তির রূপকার, দক্ষিণবঙ্গের সিংহ পুরুষ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহর নামে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন এ তোড়ণটি। যার নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।
দৃষ্টিনন্দন এ তোড়ণ নির্মাণ করার উদ্যোগ নেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা সফল চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
তোড়ণ নির্মাণের বিষয় জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক বলেন, মাধবপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী চন্দ্র দ্বীপ হাই স্কুল এন্ড কলেজে দীর্ঘদিন যাবত কোন উন্নয়নমূলক কাজ হয়নি। অবহেলিত ছিল। আমি এই কলেজের গভর্নিং বডির সভাপতি হয়ে কলেজটি এমপিওভুক্ত করি।
তিনি বলেন, ‘আমার রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ’র নামে কলেজের প্রধান ফটকে নির্মিত দৃষ্টিনন্দন এ তোড়ণটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।’
জানা গেছে, উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব নেয়ার পরে বিদ্যালয়ে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। উন্নত ও মানসম্মত পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে নির্মিতব্য তোড়ণটির নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: দেলোয়ার হোসেন, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, মাধবপাশা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সরদার, উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, মো: কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।