শামীম আহমেদ :: প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সম্পূর্ন অপরিকল্পিত ভাবে সরকারি খালের দুই পাশ দখল করে ব্রীজ নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এতে খালটি সম্পূর্ন বন্ধ হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে। এঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন পূর্বে বাটাজোর-সরিকল খালের দুই পাশ দখল করে ব্যক্তিগত ভাবে চলাচলের জন্য ব্রীজ নির্মাণ কাজ শুরু করে বাটাজোর-সরিকল রোডের বাসিন্দা করিম সিকদার। বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে জানানো হলে খাল দখল করে ব্রীজ নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। সরকারি নির্দেশ উপেক্ষা করে রোববার সকাল থেকে ফের খাল দখল করে ব্রীজ নির্মানের কাজ শুরু করেছে করিম।
স্থানীয়রা আরও জানান, ব্রীজটি নির্মান হলে খালটি সম্পূর্ন বন্ধ হওয়ার আশংকা রয়েছে। আর খালটি বন্ধ হয়ে গেলে কয়েক হাজার কৃষক সেচ সংকটে পরবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে তহসিলদারকে পাঠিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’