নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কাউনিয়ায় ১ কেজি গাঁজাসহ মো. কবির ওরফে সাদ্দাম সিকদারকে (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডস্থ উত্তর কাউনিয়া নুরানী জামে মসজিদের বিপরীত পাশের চায়ের দোকানী খলিলের ভাড়াটিয়া মাদক সম্রাজ্ঞি মুন্নির বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক সাদ্দাম নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামের মৃত সোনাই সিকদারের ছেলে। সে কাউনিয়ার মাদক সম্রাজ্ঞি মুন্নির বড় ভাই। জিজ্ঞাসাবাদে তিনি মাদকের ওই চালানের সাথে মুন্নির সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল উত্তর কাউনিয়া নুরানী জামে মসজিদের বিপরীত পাশের চায়ের দোকানী খলিলের ভাড়াটিয়া মাদক সম্রাজ্ঞি মুন্নির বাসায় অভিযান চালিয়ে সাদ্দাম সিকদারকে আটক করে। এ সময় তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে কাউনিয়া থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।