শামীম আহমেদ :: আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপিসহ নগরীর বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক দলীয় কার্যক্রম ও ইফতার আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় প্রস্তুতি সভায় উপস্থিত থেকে আলোচনা সভায় অংশ গ্রহন করে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর বিএনপি সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, এ্যাড. হুমাউন কবীর মাসুদ, আব্দুল হালিম মৃধা, সাইফুল আনাম বিপু, এ্যাড. সরোয়ার হোসাইন, মহানগর দপ্তর ও সদস্য জাহিদুর রহমান রিপন, জহিরুল ইসলাম লিটু, জুলহাস উদ্দিন মাসুদ ও আবু মুছা কাজলসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সদস্য গণ।