নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা
বরিশাল জেলার উজিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অমুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট কে.এম ইশমামের নেতৃত্বে উপজেলার বামরাইল ইউনিয়নের জয়শ্রী বাজারে ঝটিকা অভিযান চালিয়ে তালুকদার ডায়াগানস্টিক সেন্টার অনুমোদনহীন ভাবে পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ওই প্রতিষ্ঠানের সত্বাধিকারী সাইফুল ইসলামের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম জানান- অভিযান অব্যাহত থাকবে।