নিজস্ব প্রতিবেদক :: অপরাধী যতই শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার জিহাদুল কবির।
তিনি বলেন, জনগণের মুখোমুখি দাঁড়িয়ে তাদের কাছে জবাবদিহিতা করা যেকোনো পেশার জন্য চ্যালেঞ্জের। তাই বুকে সৎ সাহস আছে বলেই আমরা ওপেন হাউজ ডে'র মত এমন একটি জবাবদিহিতামূলক চ্যালেঞ্জিং প্লাটফর্মের আয়োজন করেছি।
বুধবার বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বরৈন তিনি।
পুলিশ কমিশনার বলেন, আমরা বরিশাল মহানগরীর সার্বিক অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে শান্তিতে রাখতে বদ্ধপরিকর। যদিও আমরা এ লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছি। তবুও এটা একার পক্ষে করা সম্ভব নয়, এজন্য আপনাদের সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে এসে সহযোগিতা করতে হবে।
এ সময় উপস্থিত ভুক্তভোগীদের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন বিএমপি কমিশনার। পরবর্তী মাসে ওপেন হাউজ ডে তে এর পর্যালোচনা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা) নাফিছুর রহমান, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক সহ থানার অন্যান্য অফিসারবৃন্দ।
উল্লেখ্য, প্রতিমাসের ৪ তারিখ বন্দর থানা, ৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।