নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ।
বরগুনার তুলসী বাড়িয়ায় জমি বিরোধের জের ধরে স্বামী স্ত্রীকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে বরগুনার সদর এলাকার পাড়ের বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো ওই এলাকার শাজাহান হাওলাদারের ছেলে আব্দুল খালেক ও আব্দুল খালেক এর স্ত্রী তাহমিনা বেগম।
বর্তমানে তারা গুরুতর অবস্থা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদের মধ্যে আব্দুল খালেক এর অবস্থা আশঙ্কাজনক। ধারালো অস্ত্রের আঘাতে খালেকের মাথার পিছনে মারাত্মক জখম হয়েছে। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত আব্দুল খালেক জানান, আব্দুল খালেকের পৈত্রিক ওয়ারিশ জমিতে প্রতিপক্ষ মৃত আব্দুর রব হালদারের ছেলে হাসান, হোসেন শাহানুর, রাবেয়া বিউটিসহ অজ্ঞাত ও কয়েকজন জোরপূর্বক জমি দখল করে ঘর তোলে। সেখানে বাধা দিতে গেলে আব্দুল খালেক এর সাথে হাসান, হোসেন সহ অন্যান্যদের দ্বন্দ্ব হয়, এরই জের ধরে একপর্যায়ে হাসান,হোসেন শাহানুর রাবেয়া বিউটি সহ কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় আব্দুল খালেক কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় আব্দুল খালেকের স্ত্রী তাহমিনা ও বাবা শাজাহান বাঁচাতে আসলে তাদেরকেও পিটি আহত করেন হাসান সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আব্দুল খালেক ও তাহমিনা কে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিকে ঘটনা ভিন্ন ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ হাসান এবং হোসেন হাসপাতালে ভর্তি হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।