নিজস্ব প্রতিবেদক :: নগরের আলেকান্দা এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটক নাসরিন বেগম (৩৫) বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দা এলাকার খাইরুল ইসলামের স্ত্রী।শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল। এরআগে, কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে একটি টিম নগরের ১৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা গাজীবাড়ি এলাকায় অভিযান চালায়।
অভিযানে খাইরুল ইসলাম পালিয়ে গেলেও তার স্ত্রী নাসরিন বেগমকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো আলমিরাতে কাপড়ের মতো করে সাজিয়ে রাখা ছিল। এছাড়া শুক্রবার (১৫ মার্চ) বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে শীর্ষ মাদক কারবারি মো. রফিকুল ইসলাম পেদাকে ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির একলাখ টাকাসহ আটক করা হয়।
আটক মো. রফিকুল ইসলাম পেদা (৪০) নগরের দক্ষিণ আলেকান্দা কাজীপাড়া খন্দকার বাড়ির বাসিন্দা। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তোতা মিয়া জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে ১০ নম্বর ওয়ার্ড কেডিসি বস্তির মাদক কারবারি সোহাগ তহসিলদার ওরফে ল্যংড়া সোহাগ (৩২) পালিয়ে যান। আর আটক রফিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মাদক মামলাসহ সর্বমোট ১৪টি মামলা রয়েছে।