নিউজ ডেস্ক :: পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার সন্ধ্যায় মিরপুর সাড়ে ১১’র আধুনিকের মোড়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত ফয়সাল (২৫) ও আহত রাশেদ (২২) মিরপুরের কালশীর ই-ব্লকের ৫ নাম্বার লাইনের বিহারী ক্যাম্পের বাসিন্দা।
ছুরিকাঘাতের পর স্থানীয়রা দ্রুত ওই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করে। রাশেদের অবস্থাও আশঙ্কাজনক।
আহত রাশেদ জানান, মিরপুর সাড়ে ১১ আধুনিকের মোড়ে ১০ থেকে ১২ জন তাদের ছুরিকাঘাত করে। তিনি দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রাসেলের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহতের অবস্থাও গুরুতর।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, প্রাথমিকভাবে জানা গেছে নারী সংক্রান্ত ঘটনা নিয়ে ক্যাম্পের ভেতর নিজেদের মধ্যে কোন্দল নিয়ে এই ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।