নিজস্ব প্রতিবেদক :: বরিশালে অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ৫ দোকানিকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫ দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার শহরের পোর্ট রোড, বাজার ও রুপাতলী বাজারে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্বে থাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার ও মো. রবিউল হাসান ভুঁইয়া বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ৫টি মামলায় ৫ জন বিক্রেতাকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র্যাব-৮ এর ৩ টি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।